বাংলার মানুষ বহিরাগতদের আশ্রয় দেবে না, গারুলিয়ায় বললেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ ফেব্রুয়ারি : “বাংলার মানুষ বুঝে গিয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচবে না। বহিরাগত গুন্ডাদের হাতে বাংলা সুরক্ষিত নয়। বাংলার মানুষের বাঁচার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলায় বহিরাগতদের আশ্রয় দেবে না বাংলার মানুষ।” উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় নক আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের একথাই বললেন বিধানসভার পরিষদীয় সচিব তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

কেদার সিং স্মৃতি মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্থ ভৌমিক। ফুটবলে শট করে ও প্রদীপ প্রজ্জ্বলন করে তিনি এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গারুলিয়ার এ সি মাঠে শুরু হল এই ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোক্তা গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং। তিনি বলেন, “জনসংযোগ রক্ষায় এলাকায় খেলাধুলার সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে ৮ টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।”

এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা এলাকার দলের চেয়ারপার্সন মঞ্জু বসু, নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রশাসক উত্তম দাস, ভাটপাড়া পৌরসভার পৌরপ্রশাসক অরুণ বন্দোপাধ্যায় এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *