পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: জীবন কৃষ্ণ সাহার কাছে আড়াইশো কোটি টাকা, কেষ্ট মন্ডলের কাছে ৫০০ কোটি টাকা, পার্থ চ্যাটার্জির কাছে কোটি কোটি টাকা ঢুকে বসে আছে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে কী করে। তৃণমূলের নেতা মন্ত্রীরাই তো সব টাকার কুমির হয়ে বসে রয়েছে। কেন্দ্রের পাঠানো টাকা, জনগণের ট্যাক্সের টাকা, দুর্নীতি করে আদায় করা টাকা সব ওদের জিম্মায়। সোমবার সকালে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

মহুয়া মিত্র প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, তৃণমূলে এরকম কিছু লোক আছে। যারা বিতর্ক করে প্রচারে থাকতে চান। একাধিকবার সংসদে স্পিকার এদের সাবধান করেছে, তা সত্ত্বেও কিছুই পরিবর্তন হয়নি। তৃণমূলে কল্যাণবাবুর মত লোকেদের গ্রহণযোগ্যতা নেই, কারণ তারা প্রতিবাদ করেন। এরা মহুয়া মৈত্রের মতো লোকেদেরকেই চায়।

