আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১ ডিসেম্বর: বুনো হাতির হামলা অব্যাহত মাদারিহাট-বীরপাড়া ব্লকে। ফের হাতির হামলায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত শ্রমিকের। বাড়ি ভাঙ্গল একাধিক চা-শ্রমিকের। তার মধ্যে এক শ্রমিকের বাড়ি পরপর ৬ বার বুনো হাতির হামলায় ভেঙ্গেছে বলে জানা গিয়েছে।
জানা গেছে, রবিবার রাতে রহিমপুর চা-বাগানে একসাথে দুটি হাতি ঢুকে পরে। জানা গেছে, রহিমপুর চা-বাগানে ঢুকে প্রথমে গীতা ওঁরাও-র ঘর ভাঙ্গতে শুরু করে হাতি। ঘর ভাঙ্গার আওয়াজ পেয়ে প্রতিবেশী জগৎ ছেত্রী(৫৭) ঘর থেকে বার হন। রাতের অন্ধকারে সম্ভবত কাছেই হাতি রয়েছে বুঝতে পারেননি তিনি। বাগানের সিংবির লাইনের বাসিন্দা ছিলেন তিনি। তাঁকে নাগালে পেয়ে শুঁড়ে তুলে আছড়ে ফেলে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় শিক্ষক মহঃফারুক জানান, এই নিয়ে মোট ছয় বার গীতা ওঁরাওয়ের ঘরে হানা দেয় হাতি। কিন্তু কোনও ক্ষতিপূরন সে পায়নি। চার সন্তান নিয়ে কোনও রকমভাবে জীবিকা নির্বাহ করেন। এদিনও তার ঘর ভেঙ্গে তছনছ করে হাতি। বনদপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। মৃতের পরিবার ৪ লক্ষ টাকা পাবেন। আপাতত ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পেলে বাকি টাকা মিটিয়ে দেওয়া হবে। তবে চা বাগানের ভেতর ঘর ভাঙ্গার ক্ষেত্রে শ্রমিকদের নিজেদের তৈরী করে নিতে হয়।ক্ষতিপূরনের বিধান নেই।” এলাকায় যেহেতু হাতির দল সক্রিয় রয়েছে, বনদপ্তরের তরফে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।