স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ নভেম্বর: শান্তিপুরে রাস উৎসবকে কেন্দ্র করে নেমেছে মানুষের ঢল। ইতিমধ্যেই শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন শান্তিপুরে বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান শ্রীধাম শান্তিপুর। আর এই শান্তিপুরকে কেন্দ্র করে বিভিন্ন বারোয়ারি মেতে উঠেছে রাস উৎসবে।
নদীয়ার শান্তিপুরের শ্যামবাজার সত্যনারায়ণ পূজা কমিটির পক্ষ থেকে এবছর তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্ডপ শয্যায় এনেছে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির। নিখুঁত কারুকল্পে এবং সুদক্ষ কারিগরি দক্ষতা এবং আলোকসজ্জায় মানুষের মন জয় করেছে ইতিমধ্যেই এই স্বর্ণমন্দির।এই পুজোর উদ্বোধন করলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মন্ডল, শান্তিপুরের সিআই ও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ। এবছরের মণ্ডপ সজ্জা খোলামেলা এবং সাধারণ মানুষের সুবিধার্থে দূরত্ব বিধি এবং স্যানিটাইজেশন পদ্ধতির মধ্যে দিয়ে এবার মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে সাধারণ মানুষকে। এ বছর তাদের উৎসব ৮৬ তম বর্ষে পদার্পণ করলো।