অমরজিৎ দে, গোপীবল্লভপুর, ১ জুলাই: রীতি এবং ঐতিহ্য মেনে গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির চারশো বছরের প্রাচীন জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়ল। করোনা মহামারীর কারণে টানা দু’বছর বন্ধ থাকার পর এবছর মাসির বাড়ির উদ্যেশ্যে রথের দড়িতে টান দেওয়ার জন্য সামিল হলেন হাজারে হাজারে ভক্ত। বিকেলে গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির রাধাগোবিন্দ জিউ মন্দির চত্ত্বর থেকে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী। পরে হাজারে হাজারে ভক্ত কাপাশিয়া গ্রামে মাসির বাড়ির উদ্যেশ্যে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথকে টেনে নিয়ে যান।

উল্লেখ্য, গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির এই রথযাত্রা হল চারশো বছরেরও প্রাচীন। কথিত আছে মাহেশের পর এই রথযাত্রা উৎসব সব থেকে প্রাচীন। প্রতি বছর ঠাকুরবাড়ির রথযাত্রা উৎসব দেখতে সামিল হন রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজারে হাজারে ভক্ত। কিন্তু মাঝে দু’বছর করোনা মহামারীর কারণে প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রা উৎসবে আরোপ করা হয় বিধিনিষেধ। তবে মহামারী স্বাভাবিক হওয়ায় ফের তিন কিলোমিটার দূরে কাপাশিয়া গ্রামের উদ্যেশ্যে রথের দড়ি টানা হল।

