পার্থ খাঁড়া, খড়্গপুর, ১৭ আগস্ট: মানুষ বুঝে গেছে আসল টিএমসি কী। তাই নতুন টিএমসির কথা বলে আর তাদের বোকা বানানো যাবে না। কারণ তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া চলতে পারে না। আজ এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। কলাইকুন্ডায় ট্রেন যাত্রীদের সুবিধার জন্য কলাইকুন্ডা স্টেশনের কাছে একটি আন্ডার ব্রিজ (RUB) উদ্বোধন করে একথা বলেন তিনি৷
প্রায় ১৮.৫২ কোটি টাকায় এই রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল আরো দ্রুতগতির ও উন্নত হবে বলে রেলের দাবি। এতে কলাইকুন্ডা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের চলাচলের সুবিধা হবে বলে জানিয়েছেন খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, মনোরঞ্জন প্রধান।
খড়্গপুরের কাছে অবস্থিত কলাইকুন্ডা রেল স্টেশন হল একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা বায়ুসেনা ঘাঁটির জন্য বিখ্যাত। কলাইকুন্ডা স্টেশনে বর্তমানে, এক জোড়া এক্সপ্রেস ট্রেন এবং ছয় জোড়া যাত্রীবাহী ট্রেন থামে।
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন TMC প্রসঙ্গে দিলীপ ঘোষ:
সিপিআইএমের আমলেও নতুন সিপিএম এর স্লোগান দিয়ে বুদ্ধবাবুও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারপর কি হলো? আমরা এতদিন যে tmc দেখে এসেছি তা সম্পূর্ণ দুর্নীতিতে ডুবে গেছে। দুর্নীতির হাত মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে গেছে। পোস্টার দিয়ে, নতুন স্লোগান দিয়ে আবার টিএমসিকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু মানুষ বুঝে গেছে টিএমসির আসল চেহারাটা কী। ইঞ্চিসাইজ, ফুট সাইজ সব নেতাই এখন দুর্নীতিতে ডুবে গেছে। সবার কাছে চিঠি যাচ্ছে সবাইকে ডাকছে এবং সবাইকে তুলতে আরম্ভ করেছে। মানুষকে বোকা বানানোর আবার নতুন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না, বাংলার মানুষ এই টিএমসির দিকে ঘুরে তাকাবে। দুর্নীতি ছাড়া তৃণমূল চলতেও পারবে না, আর দুর্নীতি ছাড়া তৃণমূল ভাবাও যায় না ।
গুজরাটে ১১ জন আসামিকে ছাড়ার ঘটনা নিয়ে :
বিতর্ক তো হতেই পারে। প্রধানমন্ত্রীকে সুপ্রিম কোর্ট থেকে ক্লিনচিট দিয়েছে, বহু মিথ্যা কেস দিয়ে লোককে ফাঁসিয়ে রেখেছে। যদি কেস ঠিক থাকে পুলিশ তার তদন্ত করবে বিচার হবে। বেল দিয়েছে মানে কেউ নির্দোষ হয়ে গেল এরকম না, আবার কেস হয়েছে বলে কেউ দোষী এরকমও না। আমাদের নামেও শত শত কেস আছে। কেউ বেল পেতেই পারে। এখানে তো মামলা নেই, এফআইআরই হয় না।