আমাদের ভারত, ৩০ আগস্ট: “ধন্যবাদ, কলকাতা পুলিশ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য, যে আপনি কলকাতার মানুষের সাথে কুকুরের চেয়েও খারাপ আচরণ করছেন।” শুক্রবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য লিখেছেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু লিখেছেন, “একদিকে, কলকাতা পুলিশ আরজিকর এমসিএইচ ধর্ষণ ও হত্যার শিকারের বিচারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদকারী ছাত্রদের উপর অকল্পনীয় বর্বরতা চালিয়েছে, অন্যদিকে আপনি চান যে আপনার পুলিশ একজন ‘সহ নাগরিককে’ টুকরো টুকরো খাওয়াচ্ছেন তা থেকে আমরা সান্ত্বনা পেতে চাই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি, নবান্ন অভিযানে অংশগ্রহণকারী সারা বাংলার ছাত্রদের গ্রেফতার করছেন, নির্দয়ভাবে মারধর করছেন। তাঁকে অবাধ অধিকার দেওয়া হয়েছে। এরকম নিপীড়নমূলক দমনের জন্য এনএইচআরসি পুলিশকে নোটিশ জারি করেছে। তাই এই ফালতু কথা বন্ধ করুন। বাংলায় মানুষের জীবন কুকুরের পর্যায়ে নামিয়ে দিয়েছো। এটা অসম্মানজনক।