রাজ্যের আধিকারিকদের কাজকর্ম মানুষ নজরে রাখছে: রাজ্যপাল

আমাদের ভারত, মালদা, ৩১ অক্টোবর: আবার রাজ্যের আধিকারিকদের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। দার্জিলিং যাওয়ার পথে আজ মালদায় তিনি বলেন, রাজ্যের আধিকারিকরা জনগণের সেবক না হয় পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে গেছে। তাদের এই কাজকর্ম মানুষ নজরে রাখছে। তাই দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকছে না। আল-কায়েদার বাড়বাড়ন্ত নিয়েও তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন।

আজ দার্জিলিং যাওয়ার পথে রাজ্যপাল বলেন, এর আগে তিনবার উত্তরবঙ্গে গেছি কিন্তু এবার প্রথম দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং আমার আরেকটি কার্যালয়। ওখানে একটি চা বাগানের মালিক শ্রমিকদের সাথে কথা বলবো। এখনকার মানুষের সাথে কথা বলবো। গোর্খাল্যান্ডের সমস্যা দূরদৃষ্টির মাধ্যমে মিটবে।
এর পরেই রাজ্যের আধিকারিকদের তীব্র সমালোচনা করে রজ্যপাল বলেন, রাজ্যের অনেক আধিকারিক সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। যার ফলস্বরূপ দেশ এবং গণতন্ত্র সুরক্ষিত থাকছে না। রাজ্যের প্রথম সেবক হওয়ার কারণে রাজ্যের বড় সরকারি আধিকারিকদের কাছে হাতজোড় করে অনুরোধ করবো আপনারা পাবলিক সার্ভেন্ট, পলিটিকাল সার্ভেন্ট হবেন না। আপনারা পলিটিকাল সার্ভেন্ট হয়ে গণতন্ত্রের মূলেই কুঠারাঘাত করছেন। এ ঘটনাটা আমার চোখের সামনে হচ্ছে। কিছু মানুষ বুঝে গেছে। আর কিছু দেরিতে বুঝছে।

একটা কথা আপনারা শুনুন রাজ্যের প্রথম সেবককে আপনারা সব রকম প্রশ্ন করতে পারেন। আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন রাজ্যের যেকোনো মানুষ প্রশ্ন করতে পারবেন, আর সে জন্য রাতেই দরজায় টোকা দিচ্ছে সেই চিন্তা থাকবে না।

রাজ্যে আলকায়দা বাড়ছে প্রশাসন জানে না। বোমা বানানো চলছে। এমন কোনও দিন যাচ্ছে না বোমা বানাতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে না। এখানে বর্বরতার তাণ্ডব চলছে। এইরকম পরিস্থিতি চলতে দেওয়া হবে না। সরকারি দপ্তর রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। দার্জিলিং যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে এই প্রশ্ন করলেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *