আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ সেপ্টেম্বর: ‘নারাদা, সারদা থেকে আম ফান দুর্নীতি এইগুলো সাধারন মানুষ ভালো ভাবে নিচ্ছে না, তৃণমূলের এই সব দুর্নীতির জবাব দেওয়ার জন্য জনগন মুখিয়ে আছে।” রবিবার উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা এলাকার বোর্ডঘরে চায়ে পে চর্চায় যোগ দিতে এসে তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগ তুলে একথাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন চায়ে পে চর্চা অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, “তৃণমূল বিভিন্ন প্রক্লপের টাকা নয়ছয় করতে করতে তার পরনের বস্ত্র এখন পুরো খুলে গেছে। তৃণমুলের নেতারা স্কুলে ভর্তির টাকা, নারদা সারদার টাকা, চাল চুরির টাকা, মিড ডে মিলের চাল চুরির টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। আর এখন সব শেষ দুর্নীতি আমফান ত্রাণের টাকা লুট করা। করোনা আবহে গরিবদের চাল চুরি করে আর আমফানের ত্রাণের টাকা লুট করে তৃণমূল সব সীমা ছাড়িয়ে গেছে। মানুষ তৃণমূলের নেতাদের এই সব চুরি ধরে ফেলেছে। তৃণমূল কংগ্রেসকে তাদের এই দুর্নীতির জবাব দেওয়া জন্য সাধারন মানুষ মুখিয়ে রয়েছেন। তৃণমুলের নেতারা দিল্লি থেকে মোদী জির পাঠানো চাল গরিব মানুষ কে দিতে দেন না, সুন্দরবনের আমফান দুর্গত বহু মানুষ এখনও ত্রাণের ত্রিপল পর্যন্ত পাননি। তাদের ঘর বাড়ি এখনো ভেঙ্গে পরে রয়েছে। আমরা ত্রিপল আর চল নিয়ে ওই দুর্গতদের দিতে গেলে তৃণমূলের নেতা সেই ত্রাণ ছিনিয়ে নিয়েছে , আমাদের দিতে দেয়নি। কিন্তু সেই ত্রিপল আর চাল ডাল কোথায় গেছে কেউ জানে না। সুতরাং সাধারন মানুষ, গরিব মানুষ তৃণমূলের এই সব দুর্নীতির দেখছে তারা সুযোগ পেলে আগামী নির্বাচনে এর জবাব তৃণমূল কংগ্রেস কে দিয়ে দেবে।”


