আমাদের ভারত, ২০ জুলাই: পেহেলগাঁও, অপারেশন সিঁদুর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বিরতি নিয়ে মন্তব্য, এই সব ইস্যুতেই সংসদে আলোচনায় রাজি মোদী সরকার। বিরোধীদের দাবি মেনে রবিবার সর্বদল বৈঠকের পরে এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে বিজেপি বিরোধী জোট “ইন্ডিয়া”র নেতারা বৈঠকে করেন। সূত্রের খবর, সেখানে আসন্ন অধিবেশনে মূলত চারটি বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে চেপে ধরতে চাইছে বিরোধী দলগুলি। পেহেলগাঁও কাণ্ড, তার পরবর্তীতে অপারেশন সিঁদুর, যুদ্ধ বিরতি ঘোষণা নিয়ে ট্রাম্পের ভূমিকা ও বিহারে ভোট সমীক্ষা।
এর মধ্যে রবিবার সর্বদল বৈঠক হয়। তারপর কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, সংসদে অপারেশন সিঁদুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী আমরা। সংসদ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য শাসক- বিরোধী সমন্বয় থাকা বাঞ্ছনীয়।
এদিকে শনিবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পৌরোহিত্যে ইন্ডিয়ার বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, জয় রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গে সহ মোট ২৪টি বিরোধী দলের নেতারা। তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আর জে ডি নেতা তেজস্বী যাদব, সিপিএম- এর সাধারণ সম্পাদক এম এ বেবি সহ একাধিক বিরোধী দলগুলির নেতা।
জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতিতে সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকার ঘোষণা করেছিল। কিন্তু তাদের দাবি, পেহেলগাঁও কান্ড এবং তার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র দেশের মানুষকে এখনো অন্ধকারে রেখেছে। কী ঘটনা ঘটেছে সে ব্যাপারে দেশের মানুষের মনে ধোঁয়াশা রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানায়নি। সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুললেও তা হয়নি। তাই বাদল অধিবেশনে মোদী সরকারকে এই ইস্যুতে চেপে ধরতে চাইছে বিরোধীরা।
ভারত-পাক সংঘর্ষে মার্কিন রাষ্ট্রপতি যেভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন তা নিয়ে অধিবেশনে সরব হতে চলেছে বিরোধীরা। কিভাবে ট্রাম্প এই ভূমিকায় অবতীর্ণ হলেন এবং কেন্দ্র সরকার কেন এক্ষেত্রে নীরব তা নিয়ে প্রশ্ন তোলা হবে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু জানিয়েছেন, বিরোধীদের সব প্রশ্নের জবাব সরকার নিজের মতো করে দেবে।