অধীর চৌধুরীর সঙ্গে দেখা করলেন না পীরজাদা ত্বহা সিদ্দিকী

আমাদের ভারত, হুগলী, ১৮ নভেম্বর: দেখা করলেন না পীরজাদা ত্বহা সিদ্দিকী। সুকৌশলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও আব্দুল মান্নানকে এড়িয়ে গেলেন তিনি। ফলে ফুরফুরা শরিফে গিয়েও অধীর চৌধুরীর উদ্দেশ্য সফল হল না।

বাম সরকারের আমলে মুসলিম তীর্থস্থান ফুরফুরা সরিফে ছিল বামেদের একচ্ছত্র আধিপত্য। ক্ষমতায় আসার আগে থেকেই তা ঘুরে যায় মমতা বন্দোপাধ্যায়ের দিকে। সেই থেকে ত্বহা সিদ্দিকীর সাথে তৃণমূলের সম্পর্ক বেশ মধুর।
কিন্তু বিহার ভোটে মিমের প্রার্থী দেওয়া এবং তা নিয়ে রাজ্যের বিধানসভার ভোটে মুসলিম ভোট ভাগাভাগির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। প্রদেশ সভাপতি হওয়ার পর সেই দিকেই নজর দেন অধীর চৌধুরী। তাই গতকাল ফুরফুরায় সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন অধীর চৌধুরী এবং আবদুল মান্নান। কিন্তু আগের থেকে জানিয়ে গেলেও কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেননি ত্বহা সিদ্দিকী। কংগ্রেস নেতাদের ফুরফুরা সফরের দিন ভাঙড়ে এক ধর্মীয় সভায় যোগ দিতে যান ত্বহা। তার বদলে ইব্রাহিম সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী তাঁদের সাথে কথা বলেন।

মুখে এই সফরকে সৌজন্য বললেও মান্নান–অধীরের সফর মুসলিম ভোট ব্যাঙ্কে কংগ্রেসের আধিপত্য কতটা তা যে
যাচাই করে নিতে গিয়েছিলেন তা রাজনৈতিক মহলের সকলেই একবাক্যে স্বীকার করছেন। সাক্ষাৎ শেষে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া ধর্মনিরপেক্ষ ভোট কংগ্রেসের পক্ষেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *