প্রার্থীদের সৌভ্রাতৃত্বে শান্তির ভোট চন্দ্রকোনা পৌরসভায়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: বর্তমান রেষারেষির রাজনীতিতে শাসক-বিরোধী শিবিরের প্রার্থীদের মধ্যে যা একেবারেই বিরল, সেই সৌভ্রাতৃত্বের ছবি দেখা গেল চন্দ্রকোনা পৌরসভা নির্বাচনে। বাম, তৃণমূল ও বিজেপি প্রার্থীরা মিলেমিশে বুথে বুথে গিয়ে ভোটগ্রহণ দেখলেন। এই সৌজন্যতাবোধের মধ্যে দিয়েই পশ্চিম মেদিনীপুরে শান্তিপূর্ণ ভোট হয়েছে। খড়্গপুর বাদ দিলে পশ্চিম মেদিনীপুরের অন্য ছয়টি পৌরসভার নির্বাচনে গন্ডগোলের তেমন কোনো খবরই নেই।

গতকাল রাতে মেদিনীপুরের আট নম্বর ওয়ার্ডে বিজেপির ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট শুরুর সময়ও সেখানে কিছুটা উত্তেজনা ছিল। রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বুথে ইভিএম মেশিনে সমস্যা দেখা দেওয়ায় দেড় ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে মেশিন পাল্টানো হয়। এছাড়া ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়ার ও মেদিনীপুর পৌরসভার সমস্ত ওয়ার্ডে ভোট শান্তিপূর্ণ 
হয়েছে। চন্দ্রকোনায় চার নম্বর ওয়ার্ডে সিপিআইএম, বিজেপি ও তৃণমূল প্রার্থীদের মধ্যে সৌভ্রাতৃত্বের ছবি দেখে মুগ্ধ হয়েছেন সাধারণ ভোটাররা। প্রার্থীরা এবং ভোটাররা সকলেই একযোগে জানিয়েছেন, চন্দ্রকোনায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। ঝাড়গ্রাম পুরসভার ১৮ টি ওয়ার্ডের সবকটিতেই কোনোরকম গন্ডগোলের খবর নেই। ভোট হয়েছে শান্তিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *