অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১০ অক্টোবর:
“ঝোড়ো হাওয়া উঠেছে। সকলেই হাওয়ার সাথে উড়তে চান এখন।” এই মন্তব্য করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সতর্কবার্তা পাঠালেন ‘ভুল চিকিৎসায়’ প্রয়াত অনুরাধা সাহার স্বামী এবং রোগীদের জন্যে গঠিত ‘পিপল ফর বেটার ট্রিটমেন্ট’ (পিবিটি)-এর সভাপতি ডাঃ কুণাল সাহা।
বুধবার কুণালবাবু এই প্রতিবেদককে জানান, “অনেক সিনিয়র ডাক্তার ইদানিং জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগ দিয়েছেন আর জি কর হাসপাতালের লড়াইয়ে দুর্নীতিতে ভরা স্বাস্থ্য বিভাগের ডাক্তার এবং কর্মচারীদের বিরুদ্ধে বিচারের দাবীতে। মজার বিষয়, এঁদের অনেকে দীর্ঘদিন সরকারেরই কাছের লোক, বহুদিন স্বাস্থ্য বিভাগেই প্রভাবশালী পদে রয়েছেন।
এরকমই একজন বর্ষীয়ান চিকিৎসক সুকুমার মুখার্জি, যাঁকে অনুরাধা সাহার ভুল চিকিৎসায় মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টের বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ২০১২ সালে স্বাস্থ্য বিভাগের মুখ্য পরামর্শদাতা পদে বসান। হাইকোর্টে সরকারের বিরুদ্ধে এখনও ডাঃ মুখার্জির এই পদের জন্যে বিচার চলছে।
এর পর ২০১৫ সালে ডাঃ মুখার্জিকে ‘বঙ্গভূষণ’ পুরস্কার দেয় মমতা ব্যানার্জির সরকার। ২০১৯ সালে সরকারি কলকাতা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্টে অবমাননার ঝুঁকি নিয়েও অভূতপূর্ব সান্মানিক ডিএসসি উপাধি দিয়ে ভূষিত করে মমতা ব্যানার্জির সরকার। এনিয়েও নোটিশ জারি করেছে ভারতের সর্ব্বোচ্চ আদালত, চুড়ান্ত শুনানির দিন এ মাসের শেষে।
এহেন ডাঃ মুখার্জি হঠাৎ জুনিয়র ডাক্তারদের সাথে সুবিচারের দাবী এবং স্বাস্থ্য দফতরের দুর্নীতির বিচার চেয়ে মমতা ব্যানার্জির সরকারের সমালোচনায় সুর মিলিয়েছেন। যিনি এতদিন স্বাস্থ্য বিভাগের মাথায় ছিলেন, তাঁর মুখেই এখন সরকারের সমালোচনা।” তাই এব্যাপারে তিনি জুনিয়র ডাক্তারদের সতর্ক করেছেন।