নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ এপ্রিল: করোনার আতঙ্কে ফাঁকা মন্দিরেই বুধবার কলকাতার মন্দির গুলিতে পূজিত হলেন হনুমানজি। প্রতিবার কলকাতার রাজাকাটরায় মহাধুমধামের সঙ্গে পালন হয় হনুমান জয়ন্তী। তবে এবার করোনার আতঙ্কে মানুষ মন্দির মুখো হননি। মন্দিরের সেবাইতরা হনুমান জয়ন্তীতে যথা সময়েই পঞ্জিকা মেনে পূজা করেছেন। তবে মন্দিরের দরজা বন্ধ রেখেই পূজা করা হয়েছে।
মন্দির কমিটির থেকে আগেই প্রচার করা হয়েছে হনুমান জয়ন্তি উপক্ষ্যে কোনও সমাবেশ করা যাবে না। মন্দিরে সন্ধ্যারতি ও নামজপও হবে না। তবে কেউ ফুল প্রসাদের ডালা দিতে চাইলে মন্দিরের সামনে এসে তা দিতে পারে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই তা করতে হবে। এছাড়াও হনুমান জয়ন্তিতে যাঁরা ভগবান দর্শনে এসেছিলেন তারাও সামাজিক দূরত্ব বজায় রেখে তা করেছেন।