আমাদের ভারত, ১৬ জানুয়ারি: সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) কথা ভাবলেই নির্ভীক জওয়ানদের প্রতিকৃতি ভেসে ওঠে। যারা কঠোর আবহাওয়া, রুক্ষ ভূখণ্ড এবং উত্তেজনাপূর্ণ সীমান্তরেখা অতিক্রম করে সাহসী ভূমিকা পালন করেন। তবে, বিএসএফ কেবল একটি নিরাপত্তা বাহিনী নয়, এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গর্বিত ধারকও। শৃঙ্খলা ও বীরত্বের পাশাপাশি, বিএসএফ তার আইকনিক ব্রাস ব্যান্ডের জন্যও স্বীকৃত, যা দীর্ঘদিন ধরে সঙ্গীতের মাধ্যমে দেশপ্রেমের চেতনা প্রকাশ করে আসছে।
এই স্বাধীনতা দিবসে, বিএসএফ ব্রাস ব্যান্ড কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণ এবং সিটি সেন্টারে (অ্যাকশন এরিয়া- ২) বিশেষ পরিবেশনার আয়োজন করে। অনুষ্ঠানগুলিতে, ব্যান্ডটি “জো শহিদ হুয়ে হ্যায়”, “সারে জাহান সে আছা” এবং “বন্দে মাতরম” এর মতো কালজয়ী দেশাত্মবোধক সুরের মর্মস্পর্শী পরিবেশনা দিয়ে হাজার হাজার দর্শককে মোহিত করে।
সঙ্গীতানুষ্ঠানগুলি কেবল দেশাত্মবোধকেই বাড়িয়ে তোলেনি, বরং জাতীয় ঐক্য ও গর্বের অনুভূতিকেও আরও গভীর করে তুলেছে। অনুষ্ঠানগুলি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল এবং বিপুল সংখ্যক মানুষের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উল্লেখযোগ্যভাবে, শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ পরিবেশে নতুন করে প্রাণবন্ততা এবং উৎসাহের অনুভূতি এনে দেয়।
বিএসএফ জনসংযোগ কর্মকর্তা বলেন যে, বাহিনী সর্বদা সাধারণ জনগণ এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে বন্ধন জোরদার করার জন্য সচেষ্ট। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, বিএসএফ কেবল তার মানবিক ও সামাজিক দিকগুলিই প্রদর্শন করে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের গভীর অনুভূতি জাগিয়ে তুলতেও সহায়তা করে।