জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ জুন: ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গেল এক রোগী। হাতের সমস্যা নিয়ে সার্জিক্যাল বিভাগে ভর্তি হয়েছিলেন জামবনি ব্লকের চিল্কিগড়ের বাসিন্দা সুদর্শন দণ্ডপাট। আজ সকালে অপারেশন রুমে তাকে নিয়ে যাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন এরপর সে পালানোর জন্য কার্নিশ ধরে পাইপ বেয়ে নীচে নামতে শুরু করে। নিরাপত্তারক্ষীদের নজর পড়তেই তাকে আটকে রাখা হয়। এরপর দমকল কর্মীরা এসে তাকে দড়িতে বেঁধে উপরে টেনে তোলে।