আমাদের ভারত, হাওড়া, ১১ ডিসেম্বর: স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া এক রোগীকে হাসপাতাল থেকে ছাড়তে দেরি হওয়ায় ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙ্গচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। বুধবার বিকেলের এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
জানাগেছে, গত শনিবার উলুবেড়িয়া বহিরার বাসিন্দা রুশিয়া বেগম (৫৪) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। যদিও হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না এই অভিযোগে বুধবার ব্যক্তিগত বন্ডে রুশিয়া বেগমের পরিবার তাকে অন্যত্র নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এদিকে যেহেতু রোগী স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হয়েছিল সেই কারণে প্রয়োজনীয় কাগজ তৈরি করতে কিছুটা সময় লাগছিল। অভিযোগ, রোগীকে ছাড়তে হাসপাতাল কর্তৃপক্ষ টালবাহানা করছে এই অভিযোগে রোগীর আত্মীয়রা ব্যাপক ভাঙৃগচুর চালায় হাসপাতালে। এমনকি হাসপাতালে কর্মীরা তাদের বাধা দিতে এলে তাদের মারধর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। পরে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনা সম্পর্কে হাসপাতালের কর্ণধার শুভাশিস মিত্র জানান, স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীকে ছাড়ার সময় ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় এক্ষেত্রে সেটা হয়েছিল আর সেই সময়টুকু না দেওয়ায় রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙ্গচুর চালিয়েছে। তিনি বলেন, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
যদিও রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতাল থেকে রোগীকে বাড়ি নিয়ে চলে এসেছি কে বা কারা ভাঙ্গচুর করেছে আমরা সে বিষয়ে কিছু জানি না।