নিজেদের দাবি আদায়ের জন্য এবার স্বাস্থ্যভবন অভিযান করবেন রোগী সহায়করা

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ ডিসেম্বর: এবার নিজেদের দাবি আদায়ের জন্য স্বাস্থ্য ভবন অভিযান করবেন রাজ্যের রোগী সহায়করা। আগামী ২১ ডিসেম্বর তাঁরা স্বাস্থ্যভবনে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। আর তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নিজেদের সংগঠনের কর্মীদের সাথে বৈঠক করছেন রোগী সহায়ক সমিতির রাজ্য নেতৃত্ব। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মিঠুন ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি বাসন্তী দাস, সহ সভাপতি শঙ্কু দাস সহ অন্যান্যরা।

রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের কাজ ছাড়াও, আউটডোরে টিকিট দেওয়া, জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট প্রদান, রোগীদের গাড়ি থেকে ওঠানো নামানো সহ হাসপাতালের গ্রুপ ডি কর্মীদের যাবতীয় কাজ করে এই রোগী সহায়করা। এমনকি ভোটের ডিউটিতেও তাঁদেরকে পাঠানো হয়। এছাড়া হাসপাতালের ঊর্ধ্বতন আধিকারিকদের নানাধরনের ফাই ফরমাসও খাটতে হয় তাদের। কিন্তু তবুও অনেক হাসপাতাল আধিকারিক নানাভাবে এই রোগী সহায়কদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ। বার বার তাদের কাজ থেকে নাকচ করে দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয়। সারা বছর তাদের টানা কাজ করতে হয়। সেভাবে কোনও ছুটিও মেলে না। এমনকি মহিলা রোগী সহায়করা মাতৃত্বকালীন ছুটিও পান না। আর সেই কারণে এইসব সমস্যার সমাধানের দাবিতে এবার স্বাস্থ্যভবনে স্মারকলিপি দিতে চলেছেন রাজ্যের রোগী সহায়করা। তাঁদের দাবি দুয়ারে সরকার কর্মসূচিতে যেভাবে স্বাস্থ্যসাথীর কার্ড রাজ্যজুড়ে সাধারণ মানুষকে দেওয়ার কর্মসূচি নিয়েছে সরকার তাতে রোগী সহায়কদের বিস্তর চাপ বাড়তে চলেছে। কিন্তু অবিলম্বে তাঁদের সমস্যা সমাধান না হলে এত বিপুল চাপ নিয়ে তাঁদের পক্ষে আর কাজ করা সম্ভব নয়। আর সেই কারণেই দ্রুত যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, সেদিকে সরকার লক্ষ্য দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *