আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মে: ১১ টাকার পাঠশালা শুরু হলো লোধা শবর এলাকায়। উদ্যোক্তা কয়েকজন উদ্যমী যুবক, যুবতী ও গবেষক।
কোভিড মহামারীতে মেদিনীপুরের ফুলপাহাড়ি এলাকায় লোধা সবর পাড়ায় সার্ভেতে নেমেছিল কয়েকজন উদ্যমী গবেষক ও যুবক- যুবতী। এই এলাকার গরিব মানুষজন কোভিডের কারণে বিপর্যস্ত হয়ে পড়ায় তাদের বাচ্চাদের পড়াশোনা করাতে পারছিলেন না। এমনকি এই দু’বছরে বিপর্যস্ত হয়ে তাদের ছেলেদের কাজে পাঠিয়ে দিয়েছেন আর মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন কেউ কেউ। এই অবস্থায় তাদের আবার স্কুলমুখী করতে শুরু হলো ১১ টাকার পাঠশালা। এলাকার গাছপালার নিচে শান্ত পরিবেশে গুনগুন, সম্রাট, সৌভিক, বিশ্বজিৎ রায়’রা শুরু করলেন এই পাঠশালা।
যদিও সহযোগিতায় ডক্টর আম্বেদকর ফর স্যোসিও ইকোনমিক ওয়েলফেয়ার অ্যান্ড ডেভলপমেন্ট। প্রায় ছয় মাস আগে শুরু এই পাঠশালার বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা শতাধিক। একদম নীচু ক্লাস থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ামো হচ্ছে। শুধু পড়াশোনাই নয় তার সঙ্গে কারিগরি শিক্ষা এবং মানসিক বিকাশের জন্য দাবা, লুডো, অঙ্কন নাচ-গানসহ কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের।
মূলত কৌশিক, সম্রাট, গুনগুন, দেবারতি, বিশ্বজিৎ, সৌরভ, স্বর্ণালী সহ প্রায় ৮-১০ জন উদ্যমী তরুণ গবেষক একদম হাজির হয়েছেন তাদের পাড়ায় আর সকাল-সন্ধে দিচ্ছেন তাদের টিউশনি তাও ১১ টাকায়।