জয় লাহা, দুর্গাপুর, ১৭ ডিসেম্বরঃ বস্তির অসহায় দুঃস্থ পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা সৃষ্টি লক্ষ্য। আর তাই আলোকজ্জ্বল শিল্পশহরের অন্ধকারে থাকা বস্তির অসহায় দুঃস্থ পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমনে শান্তিনিকেতন পাড়ি দিল দুর্গাপুরের পাঠশালা পরিবার। শনিবার পৌঁষমেলার শুরুতেই পিকনিকের মরশুমে প্রায় ৮০ জন পড়ুয়াকে নিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেয়।
দুর্গাপুর শহরের পাঠশালা পরিবার একটি শিক্ষামূলক সেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষিকাগণ ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকের মিলিত প্রয়াসে পরিচালিত হয় এই পাঠশালা পরিবার। প্রায় পাঁচটি জেলায় একাধিক সেন্টারে রয়েছে। দুর্গাপুরের ভ্যাম্বে কলোনি বিওজিএল, জেসি বোস, সেপকো কলোনির প্রায় ৮০ জন দুঃস্থ অসহায় ছাত্রছাত্রী, অভিভাবকদের সম্মিলিত ভাবে বোলপুরে শান্তিনিকেতনে শিক্ষামূলক ভ্রমণ যায়।
সংগঠন সুত্রে জানা গেছে, সেখানে দুস্থদের শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন, শিক্ষক ও সাংবাদিকদের সম্বর্ধনার কর্মসূচি রয়েছে। ছাত্র -ছাত্রীদের সৃজনী শক্তি শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে কুইজ, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে পড়ুয়াদের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করানো হবে।
সংগঠনের পক্ষে অভিষেক মজুমদার বলেন, “বস্তির পড়ুয়ারা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। মনে প্রবল ইচ্ছা ও সাধ থাকলেও সাধ্যে কুলোয় না তাদের। তাই সৃজনশীলতার বিকাশের জন্য ওইসব বস্তির দুঃস্থ পড়ুয়াদের নিয়ে শিক্ষা মূলক ভ্রমণ। সেখানে পিকনিকের আয়োজন রয়েছে।”

