সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ নভেম্বর: সারা দেশের সাথে এরাজ্যেও আগামী ২৬- ২৭ নভেম্বর কলকাতা রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। পাশাপাশি ২৮ নভেম্বর রাজ্যপালের দপ্তরে গণ অভিযান করবে সংগঠন। এই অভিযানকে সফল করতে এবং রাজ্যবাসীকে অংশ নেওয়ার আবেদন জানিয়ে আজ গঙ্গাজলঘাঁটি থানার সামনে একটি পথসভার আয়োজন করা হয।
সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক রামনিবাস বাস্কে, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে ঠাকুরদাস হেমব্রম, রবি মাহালি, সোমনাথ মুর্মু এবং সিপিআইএমএল (লিবারেশন) জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি। বক্তারা বলেন, কৃষকের ফসলের লাভজনক দাম চাই এবং গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকারকে ধান কিনতে হবে। কেন্দ্র- রাজ্য রাজনৈতিক তরজা বন্ধ করো কাজ চাই- কাজ দাও, কাজ করেছি টাকা দাও এই স্লোগান তোলেন তারা।

বাবলু ব্যানার্জি বলেন, উন্নয়ন এবং পরিবেশের নামে দিকে দিকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করে দখলীকৃত বনভূমির পাট্টা ও পর্চা দিতে হবে। রামনিবাস বাস্কে দাবি করেন, জমির মালিক চাষ না করেও কৃষক বন্ধু ও শষ্য বীমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই সরেজমিন তদন্ত করে ভাগচাষি ও লিজ চাষিদের কৃষক বন্ধু ও কৃষি বীমার সুবিধা সহ সরকারি দরে ধান বিক্রির সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ বিল ২০২২ এবং স্মার্ট মিটার চালু করে পারস্পরিক ভর্তুকি তুলে দিয়ে গরিব মানুষ সহ কৃষকের চাষের বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে।

