পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার, অবাধ লুটপাট, অগ্নি সংযোগের প্রতিবাদ এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নির্শত মুক্তির দাবিতে মেদিনীপুরে প্রতিবাদ পথসভা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির।
উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। আর সেই আন্দোলনে যুক্ত হলো মেদিনীপুরের নাম। মেদিনীপুরের বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শহরের পঞ্চুরচকে এদিনের এই প্রতিবাদ পথসভা শুরু হয়। এদিনের এই পথ সভায় হাজির ছিলেন মেদিনীপুর শহরের হিন্দু সমাজের বিশিষ্টরা। প্রত্যেকেই বাংলাদেশে হিন্দু সমাজের মানুষের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদের সরব হন। পাশাপাশি চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত জামিনের দাবিও তোলা হয় এদিনের এই পথসভায়।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।