পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: পড়াডিহা থেকে বাঁশপতরি পর্যন্ত প্রায় ৫.৮৬৯ কিলোমিটার দীর্ঘ সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-র আওতায়। পাশাপাশি নির্মিত হচ্ছে মোট চারটি নতুন কালভার্ট। প্রকল্পে ব্যয় হবে ৫ কোটি টাকারও বেশি।
দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল অবস্থার কারণে নিত্যদিন ভোগান্তিতে পড়তে হত স্থানীয় বাসিন্দাদের। বিশেষত স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সমস্যার শেষ ছিল না। নতুন রাস্তা নির্মাণ শুরু হওয়ায় আনন্দে মুখর গ্রামবাসীরা।

এদিন কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক। পরিদর্শন শেষে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তা কোনও মুখ্যমন্ত্রী পারেননি। জেলা জুড়েই উন্নয়নের জোয়ার বইছে। বিরোধীদের চোখে এই উন্নয়ন পড়বে না। রাস্তার মান দেখলাম—দারুণ হচ্ছে। এই রাস্তা তৈরি হলে ঝাড়গ্রাম জেলার মানুষও উপকৃত হবেন।”
অবশেষে বহু প্রতীক্ষিত সড়ক সংস্কার শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আশার আবহ তৈরি হয়েছে।

