আমাদের ভারত, ১৫ জুন: আদিবাসী সেঙ্গেল অভিযান বনধ ও রেল অবরোধের আংশিক প্রভাব পড়ল রাজ্যের একাধিক জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুরে সামান্য হলেও প্রভাব পড়েছে বনধের। যার ফলে ভোগান্তি হয় যাত্রীদের।
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়ার সাঁতুড়ির মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ করেন আদিবাসীরা। তাঁদের হাতে ছিল আদিবাসীদের বিভিন্ন অস্ত্র, ধামসা-মাদল। এই অবরোধের জেরে আদ্রা ডিভিশনে রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে।
শুধু দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনেই সব মিলিয়ে মোট ৩৮টি ট্রেন বাতিল বা সময়সীমা বদল করা হয়। রেল অবরোধ হয় ডালখোলা স্টেশনেও। দোকানপাট, বাজার খোলা থাকলেও বেসরকারি বাস চলাচলেও পড়ে সামান্য প্রভাব।
একই ছবি বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু অংশে। বনধের আংশিক প্রভাব পড়ে মালদহ, দক্ষিণ দিনাজপুরেও। কিছু কিছু জায়গায় বেসরকারি বাস পরিষেবা অমিল।