পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কের চাঁদপুরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। একটি ডাম্পারে ধাক্কা মেরে উলটে যায় বাসটি। এরফলে আহত হয়েছেন বাসযাত্রীরা। আজ সকালে এই দুর্ঘটনা হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানিয়েছেন, গোয়ালতোড় থেকে হাওড়া গামী ওই বাসটি চাঁদপুরে পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিল। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে রাস্তাউ উঠতেই একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে বাসটিকে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা মারে যে যাত্রী সহ বাসটি রাস্তার উপরে উল্টে পড়ে। বাসের যাত্রীরা সকলেই কম বেশি আহত হয়েছেন, তবে গুরুতর আহত কেউ হয়নি। আহতদের ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে।