আমাদের ভারত, ১ আগস্ট: আগামী রবিবার থেকে অর্থাৎ অগস্টে রবিবার বা ছুটির দিনে সকালের শিফটে ৫৭টি স্থানে যাত্রীদের টিকিট কাউন্টার খোলা থাকবে।
পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ রবিবার অর্থাৎ ৩.৮.২০২৫, ১০.৮.২০২৫, ১৭.৮.২০২৫, ২৪.৮.২০২৫, ৩১.৮.২০২৫ এবং ১৫.৮.২০২৫ (জাতীয় ছুটির দিন) সকালের শিফটে ৫৭টি স্থানে পিআরএস কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে লেখা হয়েছে, এর ফলে যাত্রীরা রবিবার এবং ছুটির দিনগুলির উপর নির্ভর করে এআরপি-র (অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ড) টিকিট সংরক্ষণ করতে পারবেন।