সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ অক্টোবর: দীপাবলি এবং কালীপুজোর আগে আজ বাঁকুড়া স্টেশনজুড়ে চিরুনি তল্লাশি চালানো হয়। নাশকতামূলক কাজকর্ম রুখতে এই অভিযান চালানো হয়।
বাঁকুড়া স্টেশনের আরপিএফ অফিসার ইনচার্জ তপন কুমার রায় বলেন, নাশকতা এড়াতেই এই তলাশির কাজ চালানো হয়েছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। টিকিট কাউন্টার থেকে শুরু করে প্ল্যাটফর্ম, সিঁড়ি, ট্রেনের ভিতর এবং রেললাইন সহ সব জায়গাতেই বোম ডিটেকশন স্কোয়াড বা বিডিএস এবং ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হয়।
দক্ষিণপূর্ব রেলের পরিভাষায় বাঁকুড়া রেল স্টেশন হলো “এরিয়া ডোমিনেশন”। এজন্য খড়্গপুর জিআরপি ডিস্ট্রিক্ট বিডিএস টিম ও ডগ স্কোয়াড নিয়ে আসা হয় বাঁকুড়ায়। বাঁকুড়া জিআরপি এবং আরপিএফ’কে সঙ্গে নিয়ে চলে এই তল্লাশি।

