পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ এপ্রিল: পুরী থেকে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতের দিকে বাসটি ১৬নং জাতীয় সড়কে ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ঘটনায় এক মহিলা সহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ৩৫ জন যাত্রী। ধর্মশালা থানা সূত্রে খবর, সোমবার রাত প্রায় ৯টা নাগাদ বাসটি যাত্রী নিয়ে বারাবাটি ব্রিজের ওপর থেকে সটান নীচে পড়ে যায়। এই সময় বাসে প্রায় ৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে প্রথমে ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর জখমদের কটকের এসসিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করেছে।
ইতিমধ্যে এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, বাস দুর্ঘটনার খবরে আমি শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এছাড়াও আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবেন বলে ঘোষণা করেছেন।