Accident, Shalboni, শালবনির ভাতমোড়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ৩০

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: দুর্ঘটনার কবলে পড়লো মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রী বোঝাই বাস। আহত অন্ততপক্ষে ১৩। আহতদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

জানা গিয়েছে, শনিবার সকালে মেদিনীপুর থেকে লালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শালবনির ভাতমোড় এলাকায় একটি নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় কারোর মৃত্যু না হলেও গুরুতর জখম হন ১৩ জন বাস যাত্রী। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *