জয় লাহা, দুর্গাপুর, ৮ আগষ্ট: সঙ্কীর্ণ সড়কে ট্রেলারের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম হল ১০ যাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের ওপর কাঁকসার রাজবাঁধ চটি এলাকায়।
ঘটনায় জানা গেছে, আরামবাগ থেকে আসানসোলগামী বাসটিতে ৪৫ জনের মত যাত্রী ছিল। সকাল ১০ টা নাগাদ রাজবাঁধ চটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লোহার এঙ্গেল বোঝাই ট্রেলারে সজোরে ধাক্কা মারে। বাসটির বাঁ দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় বাসের কমবেশী ১০ জন যাত্রী আহত হয়। কেবিনে থাকা দুজন যাত্রী গুরুতর জখম হয়। যাত্রীদের অভিযোগ, “বাসটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল। রাজবাঁধ চটির কাছে সড়ক সংকীর্ণ রয়েছে। ওই জায়গা পার হওয়ার সময় আচমকা ট্রেলারের পিছনে ধাক্কা মারে বাসটি। গোটা বাস ঝাঁকিয়ে ওঠে। যাত্রীরা বাসের ভেতর এদিক ওদিক হয়ে পড়ে।’
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।