পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: ৬০ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাসে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ৬০ নম্বর জাতীয় সড়কের সুপ্রিম কারখানাস্থিত এলাকায়।
জানা যায়, দিদিভাই নামে এই বাসটি দাঁতনের সোনাকানিয়া থেকে মেদিনীপুর যাবার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বাসটিকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন বাসের কর্মীরা। বিধ্বংসী এই আগুন লাগার ফলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর। এই ঘটনার ফলে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হলেও কোনো হতাহতের খবর নেই।

