পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ মার্চ: সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ঝাড়গ্রামে। জানা গিয়েছে, ঝাড়গ্রামের বালিভাসা টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় আহত হয়েছে ১৭। তাদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ঝাড়গ্রাম থানার পুলিশ। এদিকে খবর পেয়েই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল। এই দুর্ঘটনার জেরে ৬ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।