পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২২- এর সম্বর্ধনা সভা ১৩ আগস্ট মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। বিজ্ঞান কেন্দ্রভিত্তিক প্রত্যেকটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে ই, এ প্লাস ও এ গ্রেড প্রাপক হিসাবে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে ১৫০০-এর বেশি অভীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন।সেইসঙ্গে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৪২ হাজার টাকা আর্থিক বৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক স্তরে বেশি সংখ্যক পুরস্কার পাওয়ায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন ও প্রাথমিক স্তরে লায়ন্স ক্লাব দিশারি, দাঁতনকে যথাক্রমে ডা: নীলয় পাল স্মৃতি রানিং শিল্ড ও নবকুমার রায় স্মৃতি রানিং শিল্ড প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ অভীক্ষার্থী সংগ্রাহক ডেবরা বিজ্ঞান কেন্দ্রকে দিলীপ কুমার প্রধান স্মৃতি রানিং শিল্ড প্রদান করা হয়।
উলেক্ষ্য, ২৫ সেপ্টেম্বর ২২ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পরিচালনায় সারা জেলাজুড়ে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা সকলের সহযোগিতায় সফলতার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।জেলার ২৫টি বিজ্ঞান কেন্দ্রের অধীনে ২৭৯টি অভীক্ষা কেন্দ্রে দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৭৩৫১ জন ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করে। বিগত ২০১৯ সালের তুলনায় প্রায় ১৪০০০ অভীক্ষার্থী বেশি অংশগ্রহণ করে। ১৯৯৪ সাল থেকে অখন্ড মেদিনীপুর জেলায় ও জেলা বিভাজনের পরে এই অভীক্ষা লাগাতার হয়ে আসছে। কোভিড-১৯ এর কারণে বিগত ২০২০ ও ২০২১ এই দুই বছর অভীক্ষা করা যায়নি। এটি ২৭তম অভীক্ষা। ২৮তম অভীক্ষা আগামী ২রা অক্টোবর’২৩ সোমবার অনুষ্ঠিত হবে। গত ২৪ ডিসেম্বর’ ২২ জেলাস্তরে প্রত্যেকটি শ্রেণির প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী মোট ৫৫ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। সেইসঙ্গে প্রত্যেকটি শ্রেণির প্রথম অভীক্ষার্থীদের এককালীন বার্ষিক আর্থিক বৃত্তি ও চতুর্থ শ্রণিতে প্রথম স্থানাধিকারীকে “আশুতোষ রাধারাণী” স্মৃতি পুরস্কার দেওয়া হয়। ইতিমধ্যে ২৫টি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে ১৯টি বিজ্ঞান কেন্দ্রে অভীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মানসিকতা বিকাশে সহযোগী আলোচনা সংগঠিত করা হয়। এতে পুরস্কার প্রাপক অভীক্ষার্থী ছাড়া অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশির ভাগ বিজ্ঞান কেন্দ্রের অভীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবক- অভিভাবিকাদের নিয়ে পরিবেশ ভাবনা, যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতা নিয়ে আলোচনা সভা সংগঠিত করা হয়।
অনুষ্ঠানে ১৫০০- এর বেশি অভীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। যুক্তিবাদী মনন গঠনে ছাত্রছাত্রীদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি ও বিজ্ঞান লেখক প্রথিতযশা বিজ্ঞানী অধ্যাপক শ্যামল চক্রবর্তী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক হরিহর ভৌমিক। বিজ্ঞানমঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন জেলা সম্পাদক ড: সুধাপদ বসু ও কার্যকরী সভাপতি ড: দিলীপ চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড: কালীপদ প্রধান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অভীক্ষা নিয়ামক ড: সুজাতা মাইতি, অভীক্ষা আহ্বায়ক কার্তিক চক্রবর্তী, অফিস সম্পাদক ড: বিভাস পন্ডা, সহসম্পাদক ড: বাবুলাল শাসমল, কোষাধ্যক্ষ সন্টু ওঝা ও অন্যান্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা।
অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেদিনীপুর প্রেস ক্লাব, মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি, অভীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা, বিজ্ঞানকর্মী এবং বিজ্ঞান মঞ্চের সর্বস্তরের নেতৃত্বদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।