আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ এপ্রিল: ভাটপাড়ায় বিজেপির ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত হতে হলো দলীয় কর্মীকে। এদিন ভাটপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুট মিল ৪ নম্বর লাইনে বিজেপির ব্যানার লাগাচ্ছিলেন বছর ৪৫- এর ব্যক্তি সুরেশ দাস। ব্যানার লাগানোর সময় কয়েকজন যুবক এসে তাকে ব্যানার লাগাতে বাধা দেয়। প্রতিবাদ করলে সুরেশ দাসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তার পরিবারের তরফ থেকে। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী সানি বর্মা এবং তার দলবল সুরেশের উপর হামলা চালায়।
ঘটনায় অভিযোগ জানিয়ে ভাটপাড়া থানায় লিখিত আকারে দায়ের করা হয়। আক্রান্ত ব্যক্তিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং। সাথে উপস্থিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।