স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৮ ফেব্রুয়ারি: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আংশিক সাড়া। এদিন সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ বিদ্রোহী মোড়, শিলিগুড়ি মোড়, ঘড়ি মোড়, দেহশ্রী মোড়ের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। তবে, রায়গঞ্জ শহরের বাজারগুলি ছিল খোলা।
শহরের রাস্তাঘাট ও বেসরকারি বাসস্ট্যান্ড ছিল কার্যত খালি। তবে চলেছে সরকারী বাস। প্রশাসনিক সমস্ত দফতর খোলা ছিল। দপ্তরগুলোর কাজকর্ম ছিল স্বাভাবিক। সকাল থেকেই বনধ সফল করতে রায়গঞ্জের পথে নানে বিজেপির কর্মী-সমর্থকরা। শহরের রাস্তায় মিছিল করার পাশাপাশি বিভিন্ন মোড়ে ও সরকারি কার্যালয়ে পিকেটিং করেন বনধ সমর্থকরা।

বিজেপি নেতৃত্বের একটি মিছিল রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করে। এই বনধে ক্ষতির মুখে পড়েন ছোট ব্যবসায়ীরা। হয়রানির শিকার হন সাধারন মানুষ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

