বনধে আংশিক প্রভাব ঝাড়গ্রামের জঙ্গলমহলে

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ মার্চ: দু’দিনের ভারত বনধের প্রথম দিন বেশ কিছুটা প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এলাকার জঙ্গলমহলে। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, শিলদা, জামবনি, বিনপুর, লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, শালবনি সহ বিভিন্ন শহরে বনধের প্রভাব লক্ষ্য করা গেছে। ওইসব এলাকায় দু-একটি সরকারি বাস চলাচল করলেও দেখা মেলেনি বেসরকারি বাসসহ অন্যান্য যানবাহনের। দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকটি দোকানপাট খোলা ছিল।

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে, ব্যাঙ্ক-বীমা রেল বেসরকারিকরণের প্রতিবাদে বামপন্থী শ্রমিক সংগঠন গুলিসহ আরো কয়েকটি শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের ভারত বনধ সফল করতে সোমবার সকাল থেকেই রাস্তায় নামেন বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা। শুনশান রাস্তা ঘাটে শুধু অফিসগুলিতে কাজে যোগ দিতে যাওয়া মানুষদের দেখা গেছে।  বনধ সফল করতে ঝাড়গ্রাম শহরে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির সদস্যরা বাইক মিছিল করে সর্বস্তরের মানুষকে বনধ সফল করার আবেদন জানান। এদিন বনধ ব্যর্থ করতে রাস্তায় নামে তৃণমূল। এদিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *