জে মাহাতো, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি:
সোমবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে পশ্চিম মেদিনীপুর জেলায় তেমন প্রভাব পড়ল না। জেলার সর্বত্রই জনজীবন মোটামুটি স্বাভাবিক ছিল। বেসরকারি বাস না চললেও সরকারি বাস রাস্তায় নেমেছিল। অধিকাংশ দোকানপাট খোলা থাকায় সব মিলিয়ে জেলায় বনধের আংশিক প্রভাব লক্ষ্য করা গেছে।
সোমবারের ১২ ঘন্টার বাংলা বনধ সফল করতে মেদিনীপুর শহরে মিছিল করে জেলা বিজেপি। মিছিল জেলা কালেক্টরের সামনে পৌঁছানোর পর সেখানে জেলা নেতৃত্ব রাস্তা অবরোধ করে। নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি সমিত দাস এবং অরূপ দাস, শুভজিৎ রায় সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়।যদিও বিজেপির দাবি বনধ সফল তো শান্তিপূর্ণ হয়েছে।

এরপরেই বনধেরর বিরোধিতা করে শহরে মিছিল করে তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক অজিত মাইতি ও দিনেন রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বl

ঝাড়গ্রাম জেলাতেও এদিন বনধের আংশিক প্রভাব লক্ষ্য করা গেছেl রাস্তায় যানবাহন চলাচল না করলেও বেশকিছু দোকানপাট খোলা ছিলl স্থানীয় বিজেপি নেতৃত্ব বনধের সমর্থনে মিছিল করলেও দোকানপাট খুলে রাখা ব্যবসায়ীদের তা বন্ধ করতে কোনও চাপ সৃষ্টি করেনিl

