আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ ফেব্রুয়ারি: শনিবার ঝাড়গ্রামে ঝুমুর মেলার উদ্বোধনে এসে ছত্রধর মাহাতোর সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঝুমুর মেলার উদ্বোধনের আগে পুরানো ঝাড়গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের একটি ক্যা, এনআরসি বিরোধী মিছিলের সূচনা করেন।মেলার উদ্বোধন অনুষ্ঠানের পর রাজবাড়ি লাগোয়া প্যালেস ট্যুরিস্ট কমপ্লেক্সে যান। সেখানে তাঁর সঙ্গে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোর সঙ্গে দেখা হয়। আলাদা করে কথাও হয়। কথা বলে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,”অনেক দিন পর দেখা করে ভাল লাগল। স্বাস্থ্য কেমন আছে জিজ্ঞাসা করলাম। যখন আন্দোলন করতে এখানে আসতাম তখন ওর সঙ্গেও দেখা করতাম।এগারো বছর পর আলো দেখছে।নিজে আলো দেখে বুঝতে পারবে। ওতো বলল রাস্তাঘাট দেখে চিনতেই পারছি না কোনটা ওঁর বাড়ি।এত সুন্দর কাজ হয়েছে।”
ছত্রধরকে তৃণমূলের পক্ষ থেকে কোন প্রস্তাব দেওয়া হয়েছে কি না জানতে চাওয়ায় পার্থ বাবু বলেন,’আমাদের প্রস্তাবের কী আছে? অনেক দিন পর দেখা হল। দেখে গেলাম। ও ঠিক করুক ও কী করবে।পরিবারের সঙ্গে এখন কিছুদিন কাটাক না। আমরা তো বৃহত্তর পরিবার।