নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ জানুয়ারি:
ফের দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, প্রতিদিন একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে কুকথা বলছেন। আর প্রতিদিন উন্মাদের কথার উত্তর আমার দিতে ভালো লাগে না বলে বেহালায় সাংবাদিকদের জানান তিনি। যারা বাংলায় দাঁড়িয়ে যত বেশি এমন কুকথা বলবেন তৃণমূলের তাতে লাভ হবে। বাংলাকে কারা অশান্ত করছে তা দেখছে মানুষ। তবে বাংলাকে গুলি, বন্দুক দিয়ে অশান্ত করাযাবে না বলেও বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করেন তৃণমূলের মহাসচিব।
দেশের আর্থিক খারাপ হালের চিত্র ঢাকতেই বিজেপি সরকার সিএএ ইস্যুকে সামনে এনেছে। দেশে প্রতিদিন বেকারত্ব বাড়ছে। টাকার দাম কমছে। মানুষ বাজাড়ে গেলে তা বুঝতে পারছেন কিভাবে জিনিষ পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। সেদিকে মোদি সরকারের কোন হেলদোল নেই। শুধু হিন্দু হিন্দু করে মানুষকে বিভাজনের রাজনীতি করা। যা মানুষ বুঝতে পারছে বলে জানান তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি।