নীল বনিক, আমাদের ভারত, ২৯ জানুয়ারি: ফের দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমন করলেন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি। তিনি বলেন উনি সভ্য ভাষায় কথা বলতে জানেন না। সবসময় অসভ্যের মতো কথা বলেন। এমনকি দিলীপ ঘোষের ভাষা বর্বর বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী।
বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমন করে পার্থ চ্যাটার্জি বলেন, এইরকম একজন মানুষকে কখনই কোনও রাজনৈতিক দলের সভাপতির চেয়ারে মানায় না। তবে দিলীপ ঘোষের মন্তব্য সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার করে তা নিয়েও বুধবার বেহালায় তার নিজের বাসভবনে প্রশ্ন তোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, দিল্লিতে সিএএর বিরুদ্ধে অান্দোলনকারিদের মরন হয় না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। সেই বিষয়ে এদিন পার্থ চ্যাটার্জি বলেন, আমরা কোনও মানুষের মৃত্যু কামনা করতে পারি না। মতাদর্শগত ভাবে আমার বিরুদ্ধে হলেই আমারা তার মৃত্যু চাইতে পারি? সামান্য রাজনৈতিক সৌজন্যতা বিজেপির রাজ্য সভাপতির মধ্যে নেই। তাই দিলীপ ঘোষের ব্যাপারে কিছু বলতে ইচ্ছে হয় না বলেও জানান দিলীপ ঘোষ।