আমাদের ভারত, হুগলী, ২১ আগস্ট: হুগলীর হিন্দমোটর এলাকার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ল হরকা বান। প্রবল জলোচ্ছ্বাসে ভাঙ্গল গঙ্গার ঘাটের অনেকটা অংশ। শুক্রবার বটতলা গঙ্গার ঘাটে আছড়ে পড়ে হরকা বান আর সেই প্রবল জলোচ্ছ্বাসে ভেঙ্গে যায় ঘাটের অনেকটা অংশ। দুদিন ধরে বৃষ্টির ফলে জল বাড়ছিল গঙ্গায়। এদিন হঠাৎ এতবড় বান গঙ্গার ঘাটে আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, এরমকম প্রবল জলোচ্ছ্বাস গঙ্গায় খুব একটা দেখা যায় না। এলাকার বাসিন্দারা আরো জানান, এই ঘাট ঠিকই ছিল গতকাল থেকে জলোচ্ছ্বাস চলছে তাতে কিছুটা ভেঙ্গে যায় ঘাটটি। আর আজ এই বিশাল হরকা বনের ফলে অনেকটাই ভেঙ্গে যায় বটতলা ঘাট।

