সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ জুন: ট্রেনের সেই বিকট শব্দ আজও ঘুম ভাঙিয়ে দিচ্ছে তাঁর। শরীরে অসহ্য যন্ত্রণা। চোখের সামনে ভেসে উঠছে সেই রাতের ঘটনা। সজনহারা পরিবারদের আর্তনাদ।
ব্যাঙ্গালোরে সেন্টারিংয়ের কাজ করতেন উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গাজিপুরের বাসিন্দা পরিতোষ সর্দার। বাড়ি ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক রেল দুর্ঘটনা। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন পরিতোষ বাবু। আহত অবস্থায় মাথায় সেলাই নিয়ে
কোনরকমে বাড়ি ফেরেন তিনি। তার সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।
ব্যাঙ্গালোর থেকে যশবন্তপুর এক্সপ্রেসে এক তারিখে সকাল ৭.৩৩ এর ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর দু’ তারিখে সন্ধ্যাবেলায় ওড়িশার বালেশ্বরে ট্রেন ঢুকতেই সেই ভয়াবহ দুর্ঘটনার কবকে পড়ে তার ট্রেন। পরিতোষ বাবু জানান, প্রথমে তিনি একটি বিকট আওয়াজ শুনতে পান। রেল লাইনে থাকা পাথর ছিটকে আসতে থাকে কামরার ভেতর। এরপরে তিনি বুঝতে পারেন ট্রেনটি কোনো দুর্ঘটনার কবলে পড়েছে।
কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। দুই একজন যাত্রী যারা বেঁচে ছিলেন প্রথমে তারা গাড়ি করে খড়্গপুর স্টেশন পর্যন্ত আসেন। তারপর সেখান থেকে ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে নামে। এরপরই চিকিৎসার জন্য তারা বারাসাত জেলা হাসপাতালে যান।