আমাদের ভারত,২৮ অক্টোবর: তাড়াহুড়ো থাকলে আমরা অনেকেই অনেক জিনিস সঙ্গে নিতে ভুলে যাই। কিন্তু তাড়ার চোটে কোনো মা-বাবা যে সন্তানকেও নিতে ভুলে যায় এমন ঘটনা আগে ঘটেছে, বলে মনে হয় না। হ্যাঁ
ভুল করে সঙ্গে থাকা নিজেদের সন্তানকে ট্যাক্সিতেই ফেলে বাড়ি চলে এলেন এক দম্পতি। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে আলমবাজার এলাকায়। পরে ট্যাক্সি চালকের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় ওই বাবা মায়ের কাছে ফিরে যায় শিশুটি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অর্থাৎ একাদশীর দিন রাত্রে। এয়ারপোর্ট থেকে সন্তানসহ একটি প্রিপেড ট্যাক্সিতে উঠেন এই দম্পতি। গন্তব্য ছিল আলমবাজার। ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়ে তাদের সন্তান। শিশুটির ঘুম ভাঙার আগেই গন্তব্যে পৌঁছে যায় ট্যাক্সি। গাড়ি থেকে নেমে পড়েন ওই দম্পতি। ট্যাক্সিচালকও চলে যান অন্যদিকে। বেশ কিছুক্ষণ পর তার নজর পড়ে গাড়িতে রয়ে গেছে দম্পতির সন্তান।
প্রথমটায় বুঝে উঠতে পারছিলেন না ট্যাক্সি চালক কি করবেন। এরপর ওই ট্যাক্সি চালক ট্রাফিক গার্ড পুলিশকে গোটা বিষয়টি জানায়। ট্যাক্সিচালকের সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে ওই শিশুটির পরিবারের সঙ্গে। যথাযথ প্রমাণ দেখিয়ে সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান দম্পতি।
বিধান নগর পুলিশের তরফে গোটা ঘটনাটি ফেসবুকে তুলে ধরা হয়েছে। নেটিজেনের নজর পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন ওই দম্পতি। অধিকাংশই প্রশ্ন তুলেছেন ওআ অভিভাবকদের দায়িত্ববোধ নিয়ে। অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছেন সত্যিই কি বাবা-মা এভাবে ভুল করতে পারেন? কেউ কেউ ওই দম্পতির শাস্তির দাবিও জানিয়েছেন।তবে সকলেই প্রশংসায় পঞ্চমুখ ওই ট্যাক্সি ড্রাইভারের।