সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগস্ট: নো স্কুল নো ফিজ- এর দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
আজ স্বাধীনতা দিবসের দিনেও এই দৃশ্য দেখা গেল পুরুলিয়ার ঝালদা শহরের একটি বেসরকারি স্কুলে।
অভিভাবকরা জানান, স্কুল বন্ধ থাকলেও কর্তৃপক্ষ পুরো বেতন চাইছে। হোস্টেল বন্ধ তবুও হোস্টেল ফি চাইছে। না দিলে পরীক্ষার প্রশ্ন পত্র দেওয়া হবে না ও পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে স্কুল কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেয়। এই অবস্থায় আমরা দিশেহারা। এই কঠিন পরিস্থিতিতে আমরা কোথা থেকে দেব এতো টাকা। তাই বিক্ষোভ দেখায়।
স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। তারা জানায়, এপ্রিল মাসে ৫০% ও মেমাসে ৩০% ছাড় দেওয়া হয়েছে। যেহেতু জুন মাস থেকে লকডাউন উঠে গেছে তাই এখন ছাড়ের বিষয়টি নিয়ে আলোচনা করে দেখা হচ্ছে।