আমাদের ভারত, কলকাতা, ৫ জানুয়ারি: করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ ট্যুইট করে নিজেই জানিয়েছেন এ কথা৷ তিনি লেখেন, “২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু একটা রুটিন টেস্ট করিয়েছিলাম। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আগামী ৩ দিনের মধ্যে আবার টেস্ট করাবো৷”
মঙ্গলবারই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যালের যাবতীয় তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান৷ তবে তিনি উপসর্গহীন।