আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: করোনা সংকটকালে সদস্য-সদস্যাদের আর্থিক অনুদান নিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুরের ধর্মা পান্থপাদপ সোসাইটি। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলির তৃতীয় পর্যায়ে মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাচকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ৫০ টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, মুড়ি, সরিষার তেল, ডাল, ডিম, সয়াবিন সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুশান্ত কুমার ঘোষ, সম্পাদক সুব্রত দত্ত, সদস্য হীরুলাল পাখিরা। কর্মসূচিতে বিশেষ সহায়তা করেন, সংগঠনের শুভানুধ্যায়ী নিতাই রক্ষিত।
এর আগে শুক্রবার ও ররিবার গোয়ালতোড়ের নলবনা ও খড়্গপুর লোকালের বড়কোলা এলাকার ১৮০ টি অসহায় পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে সোসাইটি। পান্থপাদপের পক্ষে জানানো হয়েছে শুভানুধ্যায়ীদের ও সদস্য-সদস্যাদের সহযোগিতায় তাঁরা আরো কিছু মানুষের কাছে দাঁড়াতে চান।