পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাল পানিহাটি বিজেপি

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ ফেব্রুয়ারি: দু বছর আগে এই দিনে পুলওয়ামায় জঙ্গি হানায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জাওয়ান। আজ তাঁদের শ্রদ্ধা জানাল পানিহাটি বিজেপির ওবিসি মোর্চা। শহিদদের আত্মার শান্তি কামনায় সকাল থেকেই যজ্ঞের আয়োজন করা হয়।

২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় নিহত হয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ দাবি করেছিল এই হামলা তাদের সদস্যরাই করেছে। সেই শহিদ জাওয়ানদের শ্রদ্ধা জানাতে আজ সুখচরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পানিহাটি বিজেপির ১ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চা। ওই অনুষ্ঠানে শহিদ জওয়ানদের ছবি রেখে তাঁদের আত্মার শান্তি কামনায় সকালে পুরোহিত দিয়ে যজ্ঞ করা হয়, শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য মৃত্যুঞ্জয় পাল। তিনি বলেন, আজকের এই দেশবিরোধী শক্তি জহরলাল নেহেরুর আমল থেকেই কাজ করছে, আর তাদের শক্তি জোগাচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। তাই দেখা যায়, যারা দেশকে টুকরো করতে চায় তাদের পক্ষে নেমে পড়ে বুদ্ধিজীবীরা। অথচ যখন হিন্দুরা অত্যাচারিত হয়, হিন্দু মা-বোনেরা ধর্ষিত হয়, জওয়ানরা শহিদ হন তখন এই বুদ্ধিজীবীরা চুপ করে থাকে। ভারতবিরোধী শক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য মৃত্যুঞ্জয়বাবু সরাসরি বামপন্থীদের দায়ি করেন। এই প্রসঙ্গে তিনি তৃণমূলেরও সমালোচনা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে আজ বাংলাদেশ বানাতে চাইছে, তাই অনুপ্রবেশকারীদের বিভিন্নভাবে সাহায্য করছে। পাশাপাশি তিনি বলেন, আজ পরিবেশ অনেক পাল্টেছে জাতীয়তাবাদী শক্তি জেগেছে, যুবসমাজও এগিয়ে এসেছে। আজ যখন নগ্নভাবে ভ্যালেন্টাইন নিয়ে একশ্রেণির মানুষ মেতেছে, তেমনি জাতীয়তাবাদী শক্তিও আজ বিভিন্ন জায়গায় পুলওয়ামার শহিদদের স্মরণ করছে, তাদের শ্রদ্ধা জানাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওবিসি মোর্চার জেলা সভাপতি আশুতোষ পাল, বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *