আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর: জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ভাল্লুকের পায়ের ছাপকে কেন্দ্র করে চাঞ্চল্য। আজ তিস্তা উদ্যানের গেট খুলতেই বন কর্মীরা পার্কের ভেতরে ভাল্লুকের পায়ের ছাপটি দেখতে পায়।খবর দেওয়া হয় বন্যপ্রাণী বিভাগকে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল স্কোয়াডের কর্মীরা ছুটে আসেন। আদৌও ভাল্লুক কি না খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বন্যপ্রাণী বিভাগ্রর কর্মীরা সার্চিং শুরু করেছে। পায়ের ছাপে যে রক্ত পাওয়া গেছে সেই রক্তের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তিস্তা উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি বনবিভাগ, উদ্যান ও কানন বিভাগ, গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন কর্মীরা পার্কে তল্লাশি চালাচ্ছে। তবে এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তিস্তা উদ্যানের গেট খোলার পরেই দেখা যায় রক্তমাখা পায়ের ছাপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর বন্যপ্রাণী বিভাগকেও খবর দেওয়া হয়। পার্ক বন্ধ করে সার্চ করা হচ্ছে পটকা ফাটিয়ে।তবে মনে হচ্ছে ভাল্লুকের পায়ের ছাপ। ঘটনাস্থলে গেছে কোতয়ালি থানার পুলিশ।