স্বাধীনতা দিবসের সকালে জলপাইগুড়ি স্টেশন চত্বরে পড়ে থাকা একটি লাল গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৫ আগস্ট: সকাল থেকে উত্তর-পূর্ব ভারতের ব্যস্ততম রেল স্টেশনে একটি লাল গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক। স্বাধীনতা দিবসের দিন নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে পড়ে থাকা একটি গোলাকার বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘ ২ ঘন্টা ধরে নাজেহাল পুলিশ ও সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, রেল পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। অবশেষে উদ্ধার হল সন্দেহে জনক বস্তু।

রবিবার সকাল নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থাকা একটি গোলাকার বস্তু থেকে বোমাতঙ্ক ছাড়ায়। স্টেশন চত্বরে লাল গোলাকার বস্তু পড়ে থাকতে দেখা যায়। এরপর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। এরপর পুলিশের তরফে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোলাকার বস্তুর চারিদিকে লাগিয়ে দেওয়া হয় ব্যারিকেড। যদিও করোনা পরিস্থিতিতে যাত্রীদের আনাগোনা তেমন একটা না থাকলেও যাত্রীদের সংখ্যা খুব একটা কম নয়। তাই নিরাপত্তার কোনও ফাঁক রাখতে চায়নি প্রশাসন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গোলাকার বস্তুটিকে একটি ড্রামের মধ্যে ভরে স্টেশন সংলগ্ন একটি মাঠে নিয়ে দেখা যায় বস্তুটি। দেখা যায় সেটি একটি রঙ করা নারকেল। তবে কি কারণে ওই নারকেল ওখানে রাখা হল আর কেই বা রাখলো। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেও বিধান মার্কেটে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয়। যদিও তাতে বিস্ফোরক কিছু নেই। শুধু বিধান মার্কেট নয় এর দীর্ঘ কয়েক মাস আগেও শিলিগুড়ি কসমস মলের সামনে এমনই বোমাতঙ্ক ছড়ায়।

এই ঘটনা নিয়ে রেলের অতিরিক্ত সিকিউরিটি কমিশনার এজি ফারেক বলেন, উদ্ধার হওয়া ওই সন্দেহজনক বস্তুটিকে খতিয়ে দেখা হচ্ছে তার নমুনা ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হবে তারপরে ঘটনার তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *