আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ফেব্রুয়ারি: ভোটের আগের দিন বিজেপি সাংসদ অর্জুন সিং’য়ের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়া পৌর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে।
এদিন দুপুরে হঠাৎ করেই বিস্ফোরণে কেঁপে ওঠে ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল বাজার এলাকা। ভোটের মুখে এই বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বোমা বিস্ফোরণে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এখানের যে পরিত্যক্ত বাড়িতে বোমা রাখা ছিল বলে সূত্রের খবর সেই বাড়িটিকে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনায় সাংসদ অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “তৃণমূল আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার বাড়ি বা আমার বাড়ির আশপাশে বোমা মেরে যায়। বোমা মজুত করা হয়েছিল হয়ত, আর সেটাই ফেটে গেছে। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আগামী কাল এদের টিকি পাওয়া যাবে না। ২৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা ভয় পায় না।” তবে এই বোমা পরিত্যক্ত বাড়িতে কোথা থেকে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।